আজ জানবো www surokkha gov bd registration করার উপায়,surokkha gov bd certificate download, surokkha gov bd vaccine নেবার উপায়, সুরক্ষা অ্যাপস, surokkha gov bd app পরিচালনা ইত্যাদি।
আপনাদের যাদের বয়স ১৮ বছরের উপরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন আপনি surokkha gov bd মাধ্যমে রেজিস্ট্রেশন করে surokkha gov bd vaccine বা কোবিড এর টিকা নিতে পারবেন বা আমরা যেটাকে করোনা বলি।
তো চলুন শুরু করি কিভাবে ফর্ম ফিলাপ করবেন কবে নাগাদ আপনি surokkha gov bd vaccine নিতে পারবেন। আরো জানাবো কিভাবে www surokkha gov bd certificate download করবেন এবং surokkha gov bd app download করবেন আর কিভাবে এপ্স এর মাধ্যমেই যাবতীয় কাজগুলো সম্পাদন করবেন।
www surokkha gov bd registration করার জন্য কি কি প্রয়োজন ?
আপনার কাছে যাই থাকুক না কেন হোক সেটা জাতীয় পরিচয়পত্র এর অনলাইন কপি হোক আর অফলাইন কপি।জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা পাসপোর্ট যেটাই থাকুক না কেন আপনার বয়স যদি ১৮ এর ঊর্র্ধে হয় , আপনি যে কোন শ্রেণীর হন, যে কোন পেশার, স্টুডেন্ট বা আপনি যে কোন পেশার হোন না কেন আপনার বয়স যদি ১৮ এর উপরে হয় সেক্ষেত্রে আপনি www surokkha gov bd registration করার মাধ্যমে surokkha gov bd vaccine নিতে পারবেন।
কিভাবে www surokkha gov bd registration করবেন ?
আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাবেন এবং surokkha লিখে সার্চ করে এপপ্সটি ইনস্টল করবেন অথবা আপনি সরাসরি এই লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। আর যদি আপনি অ্যাপটি ডাউনলোড না করতে না চান তাহলেও কোন সমস্যা নাই আপনি শুধু আপনার কোন ব্রাউজারে ক্রোম , ফায়ারফক্স অথবা যেকোন ব্রাউজারে সার্চ অপশনে surokkha gov bd registration লিখে সার্চ করুন। অথবা আপনি সরাসরি এই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

- উপরের ছবিটিতে আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমটি হলো জাতীয় পরিচয় পত্র , দ্বিতীয় টি হল জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং তৃতীয়টি হলো পাসপোর্ট। আপনার কাছে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। সেখানে যাওয়ার পর প্রথম দেশটিতে আপনার শ্রেণি নির্বাচন করবেন। আমার বিশ্বাস বেশিরভাগ লোক ( নাগরিক নিবন্ধন ১৮ বছর ও তদুর্ধ ) সিলেক্ট করবে।
- দ্বিতীয় বক্সটিতে আপনার আইডিটা লিখুন যেমনটা যদি আপনি জাতীয় পরিচয় পত্র সিলেক্ট করেন তাহলে আপনার জাতীয় পরিচয় পত্র এর নাম্বারটি লিখুন। এবং তার পরের অপশনটির থেকে আপনার জন্ম তারিখ , মাস এবং সন সিলেক্ট করুন। এবং সর্বশেষ বক্সটিতে উপর দিয়া ক্যাপচা টি লিখে যাচাই করুন অপশনটিতে ক্লিক করুন।
- যদি আপনার ন্যাশনাল আইডি কার্ডের যদি সকল ইনফরমেশন ঠিক থাকে তাহলে পরের ধাপে আপনার নাম এবং ইংলিশে যে নামটা আছে সেই দুইটা আপনাকে শো করবে। সেখানে দেখতে পাচ্ছেন যে নিচে আরও একটি বক্স যেখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে বলা হচ্ছে। সেখানে আপনি আপনার ফোন নাম্বার দিবেন।
- ফোন নাম্বার দেয়ার পর আপনি নেক্সট বাটনে ক্লিক করলে পরবর্তী ধাপে চলে আসবেন। এখান থেকে আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হবে যেটাতে আপনাকে হ্যাঁ অথবা না তে উত্তর দিতে হবে। যেমনটা আপনাকে এটা জিজ্ঞেস করতে পারে আপনার কি উচ্চ রক্তচাপ আছে অথবা ডায়াবেটিস আছে কিনা , কিডনির কোন রোগ আছে বা ক্যান্সার আছে কিনা ? এই ধরনের কিছু স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন আপনাকে করা হবে যেটার উত্তর আপনি হ্যাঁ অথবা না তে সিলেক্ট করে দিবেন।এরপর আপনি পরবর্তী অপশন আসার জন্য নেক্সট বাটনে ক্লিক করবেন।
- এবং সেখানেও আপনাকে কিছু প্রশ্ন করা হবে যেমন আপনি কি কোবিড ১৯ কাজের সাথে জড়িত ছিলেন কিনা যদি আপনি কোন কাজের সাথে জড়িত থাকেন যেমন হাসপাতালে অথবা নার্সিংহোমে আপনি কোবিড ১৯ এর জন্য সেবা প্রদান করেছেন তাহলে আপনি হ্যাঁ তে ক্লিক করবেন আর যদি না করে থাকেন তাহলে না দিবেন।
- এবং তার নীচের আপনি আরেকটি বক্স দেখতে পাবেন যেখানে থেকে আপনাকে আপনার পেশা নির্বাচন করতে হবে। আপনার পেশা যেটা সঠিক সেটা আপনি দিয়ে তারপর পরবর্তী ধাপে চলে আসবেন।
- এখানে আপনাকে আপনার বর্তমান ঠিকানা দিতে হবে। এটা মনে রাখবেন আপনি বর্তমান ঠিকানাটা যেখানে দিবেন সেই ঠিকানার আশেপাশে কিন্তু আপনাকে আসলে টিকা নিতে হবে। আপনার ঠিকানাটি সঠিকভাবে দেয়ার পর আপনি আপনার ঠিকানার আশেপাশে যেখানে কোবিড-১৯ এর টিকাকরণ হচ্ছে সেখানের কিছু লিস্ট পাবেন এবং সেখান থেকে আপনি আপনার সুবিধামতো কোবিড-১৯ টিকাকরণ সেন্টারটি সিলেক্ট করুন এবং সেখানেই আপনাকে surokkha gov bd vaccine এর টিকা নিতে যেতে হবে।
- তারপর আপনাকে একটি শপথপত্রে উপর ক্লিক করতে হবে যেখানে লিখা থাকবে আপনি উপরে যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্যগুলো সঠিক এবং সেখানে একটি চেকমার্ক থাকবে যেটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর নিচে সংরক্ষণ করুন নামক একটি বাটন দেখতে পাবেন। যেখানে ক্লিক করার পর আপনি একটু আগে যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটিতে একটি ওটিপি যাবে যেটা আপনাকে এখানে টাইপিং করতে হবে এবং নিচে দেয়া যাচাই করুন বাটনে ক্লিক করতে হবে। যদি আপনি সঠিকভাবে প্রবেশ করিয়ে যাচাই করুন বাটনে ক্লিক করেন তাহলে আপনার কিন্তু www surokkha gov bd registration হয়ে যাবে।
কিভাবে www surokkha gov bd vaccine এর টিকা কার্ড সংগ্রহ করবেন ?
রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আমাদের surokkha gov bd vaccine card download বা টিকা কার্ড টি সংগ্রহ করতে হবে তো এর জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন এবং সেখানে সবথেকে উপরে থাকা টিকা কার্ড নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন অথবা ডাইরেক্ট এই লিংকে ক্লিক করে যেতে পারবেন।
সেখানে যাওয়ার পর আপনি যেই মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলেন, যদি আপনি জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে জাতীয় পরিচয় পত্রের সিলেক্ট করুন। তারপর আপনি যেমনটা রেজিস্ট্রেশন করেছিলেন অনেকটা তেমনি আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার, জন্ম তারিখ, মাস,সন এবং ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি যেই ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটিতে একটি ওটিপি যাবে , আপনি নিচে একটি বক্স দেখতে পাবেন সেই বক্সটিতে আপনি ওই ওটিপিটা পেস্ট করবেন। তারপর নিচে দেওয়া টিকা কার্ড ডাউনলোড করুন নামক অপশনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার টিকা কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে।
কিভাবে www surokkha gov bd certificate download করবেন ?
আপনার যদি সফলভাবে টিকাকরণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। সেজন্য আপনাকে অফিশিয়াল ওয়েবসাইট যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি টিকা সনদ নামক একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন অথবা আপনি ডাইরেক্ট এই লিংকে ক্লিক করে যেতে পারেন।
সেখানে যাওয়ার পর আপনি যেই মাধ্যমে রেজিস্ট্রেশন করেছিলেন, যদি আপনি জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে জাতীয় পরিচয় পত্রের সিলেক্ট করুন। তারপর আপনি যেমনটা রেজিস্ট্রেশন করেছিলেন অনেকটা তেমনি আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার, জন্ম তারিখ, মাস,সন এবং ক্যাপচা দিয়ে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনি যেই ফোন নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারটিতে একটি ওটিপি যাবে , আপনি নিচে একটি বক্স দেখতে পাবেন সেই বক্সটিতে আপনি ওই ওটিপিটা পেস্ট করবেন।
তারপর নিচে দেওয়া টিকা সনদ ডাউনলোড করুন নামক অপশনটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার টিকা সনদটি ডাউনলোড শুরু হয়ে গেছে।
surokkha gov bd সংক্রান্ত সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন
www.surokkha.gov bd তে কত বছর হলে নিবন্ধন করা যাবে ?
করোনার টিকা নেওয়ার জন্য অনেকে ১৮ বছর এর ঊর্র্ধে হতে হবে। তাই www.surokkha.gov bd তে ১৮ বছর হলে নিবন্ধন করা যাবে।
surokkha gov bd vaccine certificate download করার পর কি করবো ?
surokkha gov bd vaccine certificate download আপনি আপানার মোবাইল দিয়ে করতে পারবেন। আর আমি মনে করি করোনার টিকা সনদ আপনাকে কমপক্ষে দুইটি কপি প্রিন্ট করে রাখা উচিত। এবং ভবিষ্যতের জন্য এটাকে গুগল ড্রাইভে সেভ করে রাখা উচিত।
surokkha gov bd vaccine registration করতে কি কি লাগবে ?
surokkha gov bd vaccine registration এর জন্য আপনি এই তিনটির যেকোনো একটি ব্যবহার করতে পারবেন। প্রথমটি হলো জাতীয় পরিচয় পত্র , দ্বিতীয় টি হল জন্ম নিবন্ধন সার্টিফিকেট এবং তৃতীয়টি হলো পাসপোর্ট। আপনার কাছে যে অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন।
surokkha gov bd vaccine card download কি অ্যাপস এর মাদ্ধমে করা যাবে ?
অবশ্যই আপনি অ্যাপসের মাধ্যমে করোনার টিকা কার্ড ডাউনলোড করতে পারবেন। সেজন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে সুরক্ষা নামক অ্যাপটি ডাউনলোড করতে হবে। আর তারপরের প্রক্রিয়া আমি উপরে যেমনটা বলেছি ঠিক তেমন।
টিকা কার্ড ডাউনলোড করা কেন দরকার ?
টিকা কার্ড ডাউনলোড করা এখন ভীষণ দরকার হয়ে পড়েছে। কারণ করোনার টিকা কার্ডের মাধ্যমেই আপনি পরিচিতি পান যে আপনি করোনার ভ্যাকসিন লাগিয়েছেন। আর অনেক প্রতিষ্ঠানে বর্তমান এই টিকা কার্ড দেখানো প্রয়োজন পড়ছে। তাছাড়া সরকারি কাজকর্মের জন্য এই কার্ডটি এখন বেশ গুরুত্বপূর্ণ হিসেবে প্রমাণিত হচ্ছে। আর আপনি যদি বিদেশে যেতে চান তাহলে তো আরো বেশি প্রয়োজন করোনার টিকা কার্ডটি ডাউনলোড করা কারণ আপনি বিদেশে যাওয়ার জন্য এই কার্ডের মাধ্যমে এপ্লাই করতে পারবেন।
www.surokkha.gov bd app বা সুরক্ষা অ্যাপস কিভাবে ডাউনলোড করবো ?
সুরক্ষা অ্যাপ ডাউনলোড করতে হলে আপনাকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে এবং সেখানে আপনাকে surokkha অথবা সুরক্ষা লিখে সার্চ করতে হবে এবং আপনি ICT DIVISION দ্বারা তৈরি সুরক্ষা নামক অ্যাপটি দেখতে পারবেন সেটার উপর ক্লিক করার পর ইনস্টল নামক অপশনে ক্লিক করলে আপনি সুরক্ষা নামক অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। অথবা আপনি সরাসরি এই লিংকে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করতে পারেন।
www.surokkha.gov.bd.manage কিভাবে করবো ?
আমার কাছে মনে হয় বাংলাদেশের প্রায় সকল যুবক-যুবতী বর্তমান সময়ে স্মার্টফোন ব্যবহার করে। আর আপনি এই স্মার্টফোন দিয়ে এই প্লাটফরমটি অর্থাৎ www.surokkha.gov.bd.manage ম্যানেজ করতে পারবেন।তাছাড়া নিল ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়েও ম্যানেজ করতে পারবেন আপনি চাইলে আপনার ব্রাউজার থেকে এই প্লাটফরমটি ম্যানেজ করতে পারেন অথবা আপনি যদি আমার কথা মানেন তাহলে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে আপনি আরও ভালোভাবে এই প্লাটফরমটি ম্যানেজ করতে পারবেন। আর এই অ্যাপসটির ইউজার ইন্টারফেস অনেক সহজ।
আজকের পোস্ট এই পর্যন্ত আশা করি আপনারা এই পোস্টটি পড়ে কিভাবে www surokkha gov bd registration করবেন ? কিভাবে www surokkha gov bd vaccine এর টিকা কার্ড সংগ্রহ করবেন ? কিভাবে www surokkha gov bd certificate download করবেন ? ইত্যাদি সম্পর্কে জানতে পেরেছেন।পরবর্তী পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে আসার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।