আজ জানবো work up job কি ? work up job login করবেন,workupjob এর সুবিধা অসুবিধা কি ? workup job অ্যাকাউন্ট তৈরি, work up job create account,work up job Account Verification, work up job কাজ করার প্রক্রিয়া, work up job এ job post কিভাবে করবেন ?,workupjob থেকে টাকা উত্তোলন বা জমা কিভাবে করবেন?
work up job কি ?
work up job হলো একটি বাংলাদেশী মাইক্রোওয়ার্ক সাইট। যেখানে আপনি ছোট ছোট অনলাইন টাস্ক কমপ্লিট করে টাকা ইনকাম করতে পারেন। অনেকটা microworkers , picoworkers এর মতো।এখানে আপনি নিজে তো কাজ করতে পারবেন সাথে আপনি যদি আপনার নিজের কোন কাজও করিয়ে নিতে চান সেটাও আপনি করিয়ে নিতে পারবেন।
work up job এর সুবিধা কি ?
এই ওয়েবসাইটটির সবচেয়ে বড় সুবিধা হল এটি একটি বাংলাদেশী সাইট। সুতরাং এখান থেকে আপনি পেমেন্ট ডিপোজিট এবং উত্তোলন কিন্তু বাংলাদেশি পেমেন্ট সার্ভিস যেমন বিকাশ, রকেট, নগদ দিয়েই করতে পারবেন।আর এখানে যে কাজগুলো পাওয়া যায়, তার জন্য আপনাকে ল্যাপটপ অথবা ডেস্কটপ এর কোন প্রয়োজন নেই। আপনার হাতের স্মার্ট ফোন দিয়ে কিন্তু এখানের এই কাজগুলো আপনি সহজেই করতে পারবেন। আর এখানে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে কোন প্রকার টাকা ইনভেস্ট করতে হবে না। আপনি প্রথম দিন থেকেই এখানে ইনকাম করা শুরু করে দিতে পারেন।
work up job এর অসুবিধা কি ?
যেহেতু work up job bangladesh সাইট সুতরাং এখানে বেশী পরিমান কাজ পাওয়া যাবে না। আর অনেক স্ক্যানার থাকে যারা কাজ করিয়ে নেয় কিন্তু পেমেন্ট দেয় না।
workup job অ্যাকাউন্ট তৈরি, work up job create account
আপনি যদি আপনার স্মার্টফোন বা ল্যাপটপে ছোট ছোট কাজ করে অর্থ উপার্জন করতে চান, তাহলে আপনাকে www work up job সাইটে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে।আর আপনি যদি কারো এর রেফারেল লিংকের মাধ্যমে এই সাইটটিতে জয়েন করেন, তাহলে আপনি ০.২০ ডলার বোনাস পাবেন। যেটা আপনি আপনার নিজের কাজ করিয়ে নেওয়ার জন্য জব পোস্ট করতে পারবেন।
workup job অ্যাকাউন্ট তৈরি করতে হলে সর্বপ্রথম আপনাকে workupjob এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে সব থেকে উপরের দিকে আপনি লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটা অপশন পাবেন , সেখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন নামের অপশন ক্লিক করতে হবে। অথবা আপনি সরাসরি এই লিঙ্কে ক্লিক করে work up job create account পেজে যেতে পারেন। সেখানে যাওয়ার পর আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন।

- আপনার পুরো নাম, ইমেল ঠিকানা, এবং পাসওয়ার্ড লিখুন
- দেশ নির্বাচন করুন (আপনার নিজের দেশ চয়ন করুন)
- তাদের পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতি পড়ুন এবং আপনি সেখানে কাজ করতে সম্মত হলে টিকমার্ক করুন।
- এখন “Create Account ” বোতামে ক্লিক করুন।
সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে, এবং আপনাকে একটি মেসেজের মাধ্যমে এটা জানিয়ে দেয়া হবে যে আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে এবং আপনি এখন লগ-ইন করতে পারেন।
work up job login করার প্রক্রিয়া।
এখানে লগইন করার আগে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, এবং একাউন্ট তৈরি করার প্রক্রিয়া আমি আপনাদের উপরে বলেছি। এখন লগ-ইন করার পালা। Log In করতে হলে আপনাকে workupjob এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখানে সব থেকে উপরে থাকা Log In নামক অপশনে ক্লিক করতে হবে। অথবা আপনি এখানে ক্লিক করে লগইন পেজে যেতে পারেন। সেখানে আপনি রেজিস্ট্রেশন করার সময় যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটি দিয়ে ফর্মটি পূরণ করুন এবং নিচের Log In বাটনে ক্লিক করুন। সেখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি লগইন হয়ে যাবেন এবং আপনি আপনার কাংখিত ড্যাশবোর্ডে দেখতে পাবেন। আর আপনি এখান থেকেই অপ্পনি আপনার সমস্ত কার্যকলাপ করতে পারবেন।
work up job Account Verification
এখানে কাজ করতে হলে কিন্তু আপনাকে সর্বপ্রথম আপনার আইডেনটিটি ভেরিফিকেশন করতে হবে, তা না হলে আপনি এখানে কাজ করতে অথবা কাজ করিয়ে নিতে পারবেন না। অ্যাকাউন্ট ভেরিফাই করতে হলে আপনাকে আপনার ন্যাশনাল আইডি কার্ড এর সামনে এবং পিছনের ফটো এবং আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড হাতে ধরে নিয়ে একটি সেলফি এর প্রয়োজন পড়বে।
প্রক্রিয়া: সর্বপ্রথম আপনাকে লগইন করে নিতে হবে লগইন করার প্রক্রিয়া আমি আপনাদের উপরে বলেছি। লগইন করার পর আপনি আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন এবং সেখানে গিয়ে উপরে ভেরিফাই নামক একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন। যেমনটি আপনি নিচের ছবিতে দেখতে পারছেন।

এই দুটি ডকুমেন্ট আপলোড করার একদিনের ভিতর কিন্তু আপনার একাউন্টি ভেরিফাই হয়ে যাবে এবং তারপর থেকে আপনি আপনার কাজ গুলো করতে পারবেন।
work up job কাজ করার প্রক্রিয়া।
আপনি আপনার ড্যাশবোর্ড থেকে Find Jobs নামক অপশন এ ক্লিক করে আপনি এভেলেবেল কাজগুলো দেখতে পারবেন। এবং সেগুলোই আপনি দেখতে পাচ্ছেন কতগুলো কাজ সাবমিট হয়েছে এবং কতগুলো এখনো করতে বাকি রয়েছে। নিচের ছবিটি লক্ষ্য করুন-

উপরের ছবিটিতে আপনি লক্ষ্য করতে পারছেন যে , এই কাজটি করার জন্য প্রত্যেকের জন্য 0.02$ ডলার বরাদ্দ রয়েছে এবং সর্বমোট 34 টি কাজের ভেতর 28 টি কাজ সাবমিট করা হয়ে গিয়েছে। সুতরাং আপনি এই কাজটি এখনো করতে পারবেন।টাস্কটির উপর ক্লিক করুন, ক্লিক করার পর পরবর্তী পেজে আপনি কিভাবে এই কাজটি করতে হবে তার বিস্তৃত বর্ণনা পাবেন। আপনি সেই অনুযায়ী কাজটি করবেন এবং কাজটি করার পর ক্লায়েন্ট অনেকে যেমনভাবে প্রুফ দিতে বলেছে সেভাবে প্রুফ দিবেন।
প্রুফ দেওয়ার জন্য নিচে একটি বক্স এবং একটি ফাইল আপলোড বক্স পাবেন, তার সাহায্যে আপনাকে আপনি যে এই কাজটি করেছেন তার প্রুফ দিতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এভাবেই আপনি যতগুলো কাজ আছে সবগুলো কাজ একা করে সাবমিট করতে পারেন।যদি আপনার কাজটি দেখে ক্লায়েন্ট সন্তুষ্ট হয় তাহলে সে আপনার কাজটি অ্যাপ্রুভ করে নিবে আর এত করে নেওয়ার সাথে সাথে আপনার একাউন্টে ওই কাজটি জন্য যে পরিমাণ অর্থ বরাদ্দ করা ছিল সেটি কিন্তু আপনার একাউন্টে জমা হয়ে যাবে।
workupjob এ job post কিভাবে করবেন ?
work up job এ job post করতে হলে আপনাকে সর্ব প্রথম আপনাদের ড্যাশবোর্ড থেকে post new job নামক অপশনে যেতে হবে সেখানে যাওয়ার পর আপনাকে সর্বমোট 4 টি স্টেপ কমপ্লিট করতে হবে স্টেপ গুলো এরকম-
- লোকেশন : আপনার কাজটি কোন দেশের লোকেদের জন্য করাবেন সেটা সিলেক্ট করুন আপনি আন্তর্জাতিক পর্যায়ে অথবা নির্দিষ্ট কোন দেশের জন্য এই কাজটি সিলেক্ট করতে পারেন।
- কাজের ক্যাটেগরি : আপনি যে কাজটি করিয়ে নিতে চাচ্ছেন সেই কাজটির ধরন কি অর্থাৎ আপনার কাজের ক্যাটাগরি টিকিট সেটি সিলেক্ট করুন। যেমন আপনি যদি আপনার ইউটিউবের সাবস্ক্রাইবার বাড়াতে চান সেটার অপশন আছে অথবা যদি আপনি আপনার ওয়েবসাইটে ভিজিটর নিতে চান সেটি সিলেক্ট করুন এরকম বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে আপনি আপনার কাজের যে ক্যাটাগরি সেটি সিলেক্ট করুন।
- কাজের বিস্তারিত :আপনি আপনার কাজের বিস্তারিত এখানে দিন অর্থাৎ এই কাজটি যারা করবে তারা কীভাবে এই কাজটি সম্পন্ন করবে তার বিস্তারিত তথ্য এখানে দিন, এবং তারা আপনাকে কিভাবে তারা যে এই কাজটি করেছে তার ভোট দিবে তার উল্লেখ এখানে করুন।
- আপনার বাজেট : আপনি প্রতিটি কাজের জন্য যারা এই কাজটি করবে তাদের কি পরিমাণ অর্থ দিবেন সেটি এখানে সিলেক্ট করুন অথবা লিখে দিন।
workupjob থেকে টাকা উত্তোলন বা জমা কিভাবে করবেন ?
আপনি আপনার ড্যাশবোর্ড থেকে Deposit নামক অপশন ক্লিক করার পর দুটি অপশন পাবেন –
- Manual Diposit :ম্যানুয়াল ডিপোজিট এর মাধ্যমে আপনি কোম্পানির পেমেন্ট নাম্বারে Bikash,Rocket,Nagad Payeer দিয়ে পেমেন্ট করার মাধ্যমে ডিপোজিট করতে পারবেন এটার জন্য আপনাকে সর্বোচ্চ এত দিন সময় লাগতে পারে।
- Instant Deposit : ইনস্ট্যান্ট ডিপোজিট এর মাধ্যমে আপনি আপনার Bikash,Rocket,Nagad সহ ShurjoPay এর সমস্ত পেমেন্ট গেটওয়ের একাউন্ট এ লগিন করার মাধ্যমে ইনস্ট্যান্ট টাকা ডিপোজিট করতে পারবেন। এটাই পপুলার মাধ্যম এবং আমি এটাই আপনাদের সাজেস্ট করব।
work up job app download কিভাবে করবেন ?
work up job app download করতে হলে আপনাকে এদের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে আপনি একদম নিচের দিকে ডান সাইডে অ্যাপস ডাউনলোড করার একটি লিংক পাবেন সেখানে ক্লিক করে অ্যাপস ডাউনলোড করতে পারেন। অথবা আপনি সরাসরি এই লিংকে ক্লিক করার অ্যাপস ডাউনলোড করতে পারেন।
work up job review
Workupjob.com-এ একটি অ্যাকাউন্ট তৈরি করতে বা অনলাইনে আপনার কাজ করতে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে নির্দ্বিধায় ইমেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করুন: workupjob@gmail.com ।
এই নিবন্ধটি পড়ার জন্য ধন্যবাদ. আপনি এই মুহূর্তে ব্যবহার করছেন এমন যেকোনো ডিভাইস থেকে অর্থোপার্জনের জন্য আপনার প্রথম অনলাইন যাত্রায় আপনাকে স্বাগতম। Facebook বা অন্যান্য সামাজিক অ্যাকাউন্টে আপনার বন্ধুদের সাথে এই নিবন্ধটি ভাগ করে আমাদের সমর্থন করুন৷