আজ আমরা কথা বলবো ওয়েব ৩.০ সম্পর্কে।What is Web 3.0 in Bangla ? ইন্টারনেট কি চেঞ্জ হতে যাচ্ছে? যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার ,ব্লগার , ইউটিউবার অ্যাফিলিয়েট মার্কেটার অথবা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলিং এর কাজ করে থাকেন বা ইন্টারনেট সম্পর্কে একটু ধারণা রাখেন তাহলে আপনি ওয়েব ৩.০ সম্পর্কে অবশ্যই শুনে থাকবেন। তো ইন্টারনেট কি আসলেই চেঞ্জ হতে যাচ্ছে? যদি আপনি এই সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনি এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন। আজ আমি আপনাদের এই সম্পর্কে কমপ্লিট অভার্ভিউ দিব।
ওয়েব ৩.০ জানবার আগে
তো সর্বপ্রথম আমরা ইন্টারনেটের বিপ্লব সম্পর্কে বলি। ওয়েব ৩.০ , অর্থাৎ এর আগে অবশ্যই ওয়েব ২.০ আর ১.০ ছিল। এর পরেই ওয়েব ৩.০ এসেছে।
ওয়েব ১.০ কি ?
ওয়েব ১.০ সম্পর্কে আপনি মনে করেন এটা ফার্স্ট জেনারেশন এর ইন্টারনেট ছিল। যখন নতুন নতুন ইন্টারনেট এসেছিল। তখন যেসব ওয়েবসাইট হতো সেই ওয়েবসাইটগুলোতে আপনি শুধু কন্টেন্টগুলো দেখতে পারতেন , কিন্তু ওই ওয়েবসাইটের সাথে আপনি কোন ইন্টারাক্ট করতে পারতেন না। যেমন আপনি না পারতেন কোনো ফ্রম ফিলাপ করতে , না লগইন , না সাইনআপ ,না আপলোড ,না ডাউনলোড ইত্যাদি।
এরপর এসেছিল ওয়েব ২.০ যেটা এখনো চলছে আর এটার সাথে আমরা সকলেই পরিচিত।কারণ ওয়েব ১.০ যেটা ছিল সেটা 2004 এর আশেপাশে শেষ হয়ে গিয়েছিল।
ওয়েব ২.০ কি ?
2004 এর পর যে অ্যাপ্লিকেশনগুলো বানানো শুরু হলো ,এগুলো ওই ধরনের অ্যাপ্লিকেশন ছিল যেগুলোর উপর আপনি সরাসরি ইন্টারেক্ট করতে পারতেন। আপনি আপনার ওয়েবসাইট লগইন , সাইনআপ ,ডাউনলোড ,আপলোড , ডাটা কালেকশন ইত্যাদির জন্য ইউজ করতে পারতেন। তো এই যে জেনারেশন ছিল সেটাকে ওয়েব 2.0 বলা হতো। আর এই জেনারেশনেই দ্যা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, গুগোল এর মত অ্যাপ্লিকেশন এর সাথে পরিচিত হই।
ওয়েব ১.০ তা আপনি শুধু একটি স্ট্যাটিক ওয়েবসাইট দেখতে পারতেন। ২.০ তে আপনি একটি সাইটের সাথে ইন্টারাক্ট করতে পারতেন।আর এই ২.০ এর সাথেই এমন অনেক কোম্পানি আছে যেগুলো (যেমন একটু ধারনা গুগোল আলফাবেট ইন্ক্ ) অনেক টাকা উপার্জন করেছে এবং করছে। কারণ তারা ইউজার এর ডাটা সংগ্রহ করে থাকে। একইভাবে অ্যামাজন, ফেসবুক এরা সবাই অনেক অনেক টাকা উপার্জন করে যাচ্ছে।
এবং আপনি কি জানেন সেগুলো কোন মাধ্যমে এই বিশাল পরিমানে টাকা উপার্জন করছে ? জ্বী হ্যা আমাদের এই ডাটা কালেকশনের মাধ্যমে। অর্থাৎ আমাদের প্রাইভেসি টাই অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
আপনি লক্ষ্য করে দেখবেন আপনি যদি গুগলে কোন বিষয় সম্পর্কে সার্চ দিয়ে থাকেন, তাহলে একটু পরে আপনি ইউটিউবে , ফেসবুকে কিংবা অন্য কোন সাইটে সেই সম্পর্কিত বিজ্ঞাপন দেখতে পারবেন। অর্থাৎ এরা আমাদের ইন্টারেস্ট নিয়েই আমাদের সাথে বিজনেস করছে আর প্রচুর পরিমাণে ইনকাম করছে।
তাছাড়া আমরা গত কয়েক বছরে এটাও শুনতে পেরেছি যে আমাদের ডাটা সরাসরি এরা বিক্রিও করছে।এবং আমাদের ডাটা চুরি হওয়ার ঘটনা সংবাদও আমরা পেয়েছি।
অর্থাৎ এই ওয়েব 2.0 কোন না কোনভাবে একটি সেন্ট্রালাইজড মেকানিজম ছিল। যেখানে আপনার ডাটা কোন একটি সেন্ট্রালাইজড অথরিটি কাছে জমা থাকতো অর তারা যখন যেভাবে চাইত সেভাবে আপনার ডাটা গুলো ইউজ করতে পারত। অর্থাৎ আপনি এখানে একপ্রকার এর ক্রিয়েটর। কিন্তু আপনি ওই ধরনের ক্রিয়েটর , যেখানে আপনার ক্রিয়েশন এর পুরোপুরি ভ্যালু অথবা উপার্জন আপনি পাচ্ছেন না কিন্তু আপনার এই ক্রিয়েশন দিয়ে অন্য কোন কোম্পানি আপনার থেকে অধিক উপার্জন করছে। অর্থাৎ এই প্রক্রিয়াটাকেই ওয়েব 2.0 বলা হয়ে থাকে যেখানে আপনি আপনার ডাটা অন্য কারুর কাছে শেয়ার করেন এবং আপনার এই ডাটা দিয়ে অন্য কোন কোম্পানি ইনকাম করছে।
ওয়েব ৩.০ কি ?
আর এর পরেই আমরা পরিচিত হই 2009 সালে বিটকয়েন যখন আমাদের ব্লকচেইন বেজড টেকনোলজিএর সাথে পরিচয় করিয়ে দেয়। যখনই এই বিষয়টি আমাদের সামনে আসে আর তখন থেকেই ওয়েব ৩.০ মার্কেটে আলোচনায় আসা শুরু করে। অর্থাৎ সহজ ভাষায় আমরা যদি বলি তাহলে ওয়েব ৩.০ এমন ধরনের টেকনোলজি যেখানে যেখানে কারো কন্ট্রোল নেই এটা এক প্রকারের ডিসেন্ত্রালাইজ প্ল্যাটফর্ম। ধরুন আপনি একটি ব্লগ লিখলেন আর সেটার ডিসেন্ত্রালাইজড নেটওয়ার্কে থাকে , তখন আপনার এই ব্লগটি অথবা কন্টেন্টটি অন্য কেউ কপি করতে পারবে না। দ্বিতীয়তঃ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওয়েব ৩.০ হলো আপকামিং ফিউচার এবং আগামী 2-3 বছর, এরমধ্যে প্রচুর পরিমাণে বিস্তার আসতে চলেছে।
আর ওয়েব 3.0 এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ অথবা ডিসএ্যাডভান্টেজ যেটাই বলেন না কেন, এখানে কোন প্রকারের কোম্পানির হস্তক্ষেপ থাকবেনা। যেমনটা ব্লকচেইন বেজড ক্রিপ্টোকারেন্সি তে হয়ে থাকে। 2017 সালের আশেপাশে ওয়েব ৩.০ শুরু হয়েছিল। কিন্তু রিসেন্টলি যখন ফেসবুক যখন তাদের ব্রিফ ব্রান্ডিং শুরু করেছে ফেসবুক থেকে মেটা তখন থেকেই এইযে ওয়েব ৩.০ অনেক ট্রেন্ডিং এ চলে এসেছে।
এখন আপনারা এটা জিজ্ঞেস করতে পারেন যে যদি ওয়েব ৩.০ আসে তাহলে কি আমাদের এই ব্লগিং , ইউটিউবিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং সহ অন্যান্য ফ্রিল্যান্সিং কাজগুলো সব সমাপ্ত হয়ে যাবে ? জানবো আমাদের সাইটের অন্য আরেকটি ব্লগপোস্টে। তখন পর্যন্ত সবাইকে অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।