Skip to content

Tuhindia

Gemstone & Fashion Recommendation Blog

Menu
  • Home
  • Life Style
  • House Design
  • Engagement Ring
Menu

RFL Web DO কি ? RFL Web Do Login, Order Entry,DO Cancel সহ সকল মেনু পরিচিতি।

Posted on July 23, 2022

বন্ধুরা, আজ আমরা জানবো RFL Web DO সম্পর্কে।RFL Web Do Login এবং Order Entry কিভাবে করবেন , DO Cancel কিভাবে করবেন থেকে শুরু করে সকল মেনু সম্পর্কে জানতে পারবেন। আপনারা যারা RFL কম্পানিতে জব করেন তাদের জন্য বিষয়টা জানা অতি আবশ্যক। তাহলে চলুন জেনে নেয়া যাক RFL Web Do সম্পর্কে।

RFL Web DO কি ?

RFL Web DO হলো যারা RFL কম্পানিতে জব করেন তাদের জন্য একটি অনলাইনে সেবা। এখান থেকে তারা তাদের সকল প্রোডাক্ট অনলাইনে অর্ডার,ক্যান্সেল ,ড্যামেজড প্রোডাক্ট রিপোর্ট ইত্যাদি করে রাখতে পারে।

RFL Web DO ওয়েবসাইট

আমরা ধাপে ধাপে কাজ করব যেন বুঝতে সুবিধা হয়।

  • প্রথমে যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তবে আমার পরামর্শ থাকবে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার জন্য। কারণ এটি গুগলের একটি ব্রাউজার এবং খুবই সেইফ।
  • তারপর সার্চ বক্সে সার্চ করবেন RFL Web DO বা www rfl web do বা rfl do web bd
  • আপনি প্রথম যে ওয়েবসাইটটা পাবেন ঐটাতে ক্লিক করবেন।
  • এটাই হচ্ছে RFL Web Do এর ওয়েবসাইট।
  • অথবা আপনি সরাসরি এই লিংকে ক্লিক করে তাদের ওয়েবসাইটে যেতে পারবেন।

RFL Web Do Login

rfl web do

ওয়েবসাইটে আসার পর আপনি Username এবং Password এর অপশন দেখতে পাবেন। ইউজারনেম সাধারণত ৫-৬ সংখ্যার একটি কোড। আপনি যদি ডিলার হয়ে থাকেন, তাহলে আপনার একটি ইউজারনেম এবং পাসওয়ার্ড থাকবে। বক্সে বসিয়ে Log in এ ক্লিক করবেন। ব্যাস, web do rfl এ লগইন হয়ে গেল।

লগইন করা পরে একটা পেইজ আসবে। সাইটের উপরে এরকম ইউআরএল থাকবে rfl web do 5005. মাঝখানে লিখা থাকবে WEB ORDER ENTRY. আর বামপাশে দেখবেন Sidebar. সাইডবারে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাবেন। ক্যাটাগরিগুলো যথাক্রমে, ১. Order Entry ২. Active Order ৩. Product Info ৪. Undelivered ৫. Damage Entry ৬. Damage Approve Status ৭. MR Status ৮. Cancel DO ৯. Hidden Do ১০. Incentive Offer ১১. Complain ১২. Change Password ১৩. Log Out এই ১৩টি ক্যাটাগরিতে সাজানো।

RFL WEB DO মেনু পরিচিতি

  • Order Entry: প্রথমে আমরা Order Entry সম্পর্কে জেনে নিই। কারণ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন কোনো প্রোডাক্ট সাজাবেন সেগুলো এখানে দেখতে পারবেন। আপনি এটা জানলে বাকিগুলো এমনিতেই পারবেন। Order Entry তে ক্লিক করুন। দেখবেন একটা পেইজে নিয়ে যাবে। এখানে কিছু বক্স দেখতে পাবেন। যেমন SR Assign, Item, Quantity, Note এসব। মনে রাখবেন নিজের DO নিজে এক্টিভ করার জন্য নোটে কোনো কিছু লিখা যাবে না। এগুলো আপনারা ভালোভাবে পুরণ করবেন। তারপর Check Incentive এ ক্লিক করবেন। কোন প্রোডাক্টের কত দাম সেগুলো এখানে দেখতে পাবেন। যদি প্রোডাক্টটি থাকে তাহলে দেখাবে Available Stock. কত কার্টুন আছে সেটাও দেখাবে। আর যদি না থাকে তাহলে দেখাবে Available Stock 0. মানে স্টোকে কোনো প্রোডাক্ট নেই।
  • Active Order: আপনার DO টা পাশ করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে আপনি প্রোডাক্টগুলোর তালিকা দেখতে পাবেন। আপনি যদি এক্টিভ করতে চান তাহলে All Active এ ক্লিক করলেই সবগুলো এক্টিভ হয়ে যাবে। কিভাবে বুঝবেন প্রোডাক্ট এক্টিভ হয়েছে? ওখানে Time & Date, item, do no আছে৷ অর্থাৎ যদি আজকেই করে থাকেন তারিখ দেখতে পাবেন। এগুলো দেখেই বুঝবেন যে আপনার Do টা হয়ে গেছে। এসএমএস এর জন্য অপেক্ষা করার কোনো দরকার নাই। কখনো যদি দেখেন আপনার Do টা বেশি হয়ে গেছে তাহলে কিছু item ডিলিট করুন। আর যদি নতুন কোনো আইটেম এক্টিভ করতে হয় তাহলে আগের নিয়মে করবেন।
  • Order Info: আপনার গ্রুপে কি প্রোডাক্ট আছে সেগুলো আপনি দেখতে পারবেন এখানে।
  • Undelivered: যেগুলো এখনো ডেলিভারি হয়নি সেগুলো এখানে দেখাবে। অর্থাৎ এই ডিলারের কোনো পণ্য / প্রোডাক্ট যদি কম্পানির কাছে পাওনা থেকে থাকে, তাহলে Undelivered এ দেখাবে। এরপর বাকিগুলো আপনি এমনিতেই পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ ক্যাটাগরি MR Status. আপনি যে টাকা জমা দিবেন সেখানে ব্যাংকের যে এক মাসের ট্রানজিশনটা এখানে তার হিসাব নিকাশ পাওয়া যাবে। তবুও আমি বাকি ক্যাটাগরিগুলো সংক্ষেপে বলছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। pran rfl group web do তে সব কিছু দেয়াই আছে। আপনারা একটু ঘাটাঘাটি করলেই পেরে যাবেন।
  • Damage Entry: কোনো আইটেম যদি নষ্ট থাকে, তবে তার তালিকা এখানে দেখতে পাবেন।
  • Damage Approve Status: এখানে আপনি Damage Approve Status দেখতে পাবেন।
  • MR Status: এটা সম্পর্কে তো আগেই বলেছি। ব্যাংকের ট্রানজিশনের হিসাব নিকাশ দেখা যাবে।
  • Cancel DO: যদি কোনো আইটেম ক্যানসেল করে থাকেন, তবে এখানে তার তালিকা দেখা যাবে।
  • Hidden DO: এখানে আপনি Hidden Do দেখতে পাবেন।
  • Incentive Offer: এখানে আপনি incentive offer দেখতে পাবেন।
  • Complain: যদি কোনো অভিযোগ থাকে, তবে এখানে দেখতে পাবেন।
  • Change Password: আপনার হয়তো কোনো কারণে পাসওয়ার্ড পরিবর্তন করার দরকার হতে পারে। তখন আপনি এখানে গিয়ে ইচ্ছামত পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
  • Log Out: এটা শেষ ক্যাটাগরি। এখানে ক্লিক করলেই আপনি ওয়েবসাইট থেকে বের হতে পারবেন। আপনার DO একাউন্টও নিরাপদ থাকবে।

এককথায়

আর এতক্ষণ যা যা করলেন তার সংক্ষেপে জেনে নিই চলুন। তাহলে বুঝতে আরো সহজ হবে। স্টেপ ১. নিজের Do নিজে এক্টিভ করুন। স্টেপ ২. আগে অবশ্যই MR নিশ্চিত করুন। স্টেপ ৩. নোটে কিছু না লিখে web শেষ করুন। স্টেপ ৪. Check Incentive এ ক্লিক করুন। স্টেপ ৫. Active All এ ক্লিক করুন। স্টেপ ৬. DO Done. অর্থাৎ আপনার Do করা হয়ে গেল। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন। যথাসাধ্য উত্তর দেয়ার চেষ্টা করব। web do pran rfl group এই ফেইসবুক গ্রুপো কোনো সমস্যা হলেও জানাতে পারেন।

আজকের পোস্ট এই পর্যন্ত আশা করি আপনারা এই পোস্টটি পড়ে RFL Web DO সম্পর্কে।RFL Web Do Login এবং Order Entry কিভাবে করবেন , DO Cancel কিভাবে করবেন থেকে শুরু করে সকল মেনু সম্পর্কে জানতে পেরেছেন।পরবর্তী পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে আসার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • Gravatar কি ? ওয়ার্ডপ্রেস কমেন্টে কিভাবে আপনার ছবি দেখাবেন?
  • কিভাবে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করবেন ? জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড 2022 ।
  • জন্ম নিবন্ধন যাচাই কপি 19860915428117351 | jonmo nibondhon jachai কিভাবে করবেন।
  • RFL Web DO কি ? RFL Web Do Login, Order Entry,DO Cancel সহ সকল মেনু পরিচিতি।
  • CodaShop BD কি ? 2022 এ কিভাবে bkash এর মাধ্যমে Free Fire Diamond Top Up করবেন।

Recent Comments

No comments to show.

Archives

  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • January 2022
  • December 2021
  • August 2021
  • June 2021
  • July 2020
  • June 2020

Categories

  • Blog
  • Decoration
  • Design trends
  • Food
  • Furniture
  • Inspiration
  • offer
  • Uncategorized
  • অনলাইন ইনকাম
  • অন্যান্য
  • কম্পিউটার টিপস
  • কি কেনো কিভাবে
  • গেমিং টিপস
  • টিপস আর ট্রিকস
  • লাইফ স্টাইল
  • সরকারী সেবা
©2023 Tuhindia | Design: Newspaperly WordPress Theme