জানবো কিভাবে MuktoPaath Login করবেন, MuktoPaath Registration করবেন এবং MuktoPaath Certificate অর্জন করবেন।সাথে Course অংশগ্রহণ করার প্রক্রিয়া, Certificate Download করার প্রক্রিয়া এবং মুক্তপাঠ সংক্রান্ত সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নও থাকবে।
MuktoPaath কি?
MuktoPaath হলো বাংলাদেশ সরকারের a2i প্রকল্পের আওতায় BRAC এর দ্বারা তৈরি একটি অনলাইন ই লার্নিং প্লাটফর্ম। যেখান থেকে আপনি অনলাইনেই টিউটোরিয়াল দেখে এবং পরবর্তীতে সেই টিউটিরিয়াল এর সম্বন্ধে অনলাইনে কিছু প্রশ্নের উত্তর দিয়ে একটি সার্টিফিকেট অর্জন করে নিতে পারেন। অনেকটা UDEMY এবং COURSERA এর মত। কিন্তু আপনি UDEMY অথবা COURSERA থেকে যে সার্টিফিকেটগুলো পাবেন সেগুলো দ্বারা আপনি বাংলাদেশের কোন ভাল প্রতিষ্ঠানে দেখাতে পারবেন না কারণ তারা এইগুলোর এতটা মূল্য দিবেনা। কিন্তু আপনি যদি মুক্তপাঠ থেকে এই সার্টিফিকেটগুলো অর্জন করেন তখন তার ভ্যালু কিন্তু বাংলাদেশ বা বাংলাদেশ সরকার দিবে। মুক্তপাঠ এখন 210 টি কোর্স রয়েছে যার মধ্যে 110 টি কোর্স এখন চলমান রয়েছে এবং এখানে প্রায় 12 লক্ষ 50 হাজার শিক্ষার্থী এর মত রেজিস্ট্রেশন করিয়েছেন এবং শিক্ষা গ্রহণ করছেন।
কিভাবে MuktoPaath Registration করবেন।
MuktoPaath Registration করতে হলে সর্বপ্রথম আপনাকে মুক্তপাঠের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে সব থেকে উপরের দিকে আপনি লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটা অপশন পাবেন , সেখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন নামের অপশন ক্লিক করতে হবে। অথবা আপনি সরাসরি এই লিঙ্কে ক্লিক করে লগইন পেজে যেতে পারেন। সেখানে যাওয়ার পর আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন।

মুক্তপাঠে রেজিস্ট্রেশন পদ্ধতির নির্দেশনাবলী-
- আপনার সম্পূর্ণ নাম পূরণ করুন।
- আপনার পেশা নির্বাচন করুন।
- আপনার জেন্ডার নির্বাচন করুন।
- ইমেইল অথবা ফোন নম্বর পূরণ করুন।
- আপনার পাসওয়ার্ড পূরণ করুন।
- পাসওয়ার্ড নিশ্চিত করার জন্য পুনরায় পূরণ করুন।
- “রেজিস্ট্রেশন করুন” বাটনে ক্লিক করুন।
- আপনার ইমেইল অথবা ফোন নম্বর চেক করুন।আপনার ইমেইল অথবা ফোন নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে।
- ভেরিফিকেশন কোড দিয়ে একাউন্ট ভেরিফাই করুন।
যদি সব কিছু সঠিকভাবে পূরণ করে রেজিস্ট্রেশন এ ক্লিক করেন তাহলে আপনার মুক্তপাঠ রেজিস্ট্রেশন করা হয়ে যাবে এবং আপনি এখন MuktoPaath Login করতে পারবেন।
কিভাবে MuktoPaath Login করবেন।
সর্বপ্রথম আপনাকে মুক্তপাঠের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে সব থেকে উপরের দিকে আপনি লগইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটা অপশন পাবেন , সেখান থেকে আপনাকে লগইন নামের অপশন ক্লিক করতে হবে। অথবা আপনি সরাসরি এই লিঙ্কে ক্লিক করে লগইন পেজে যেতে পারেন। সেখানে যাওয়ার পর আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন।

এখানে আপনাকে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রথমে একাউন্টে লগইন করে নিতে হবে। ইমেইল অথবা ফোন নাম্বার যেটা দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল সেটাই হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এরপরে লগইন ক্লিক করতে হবে।যদি সব কিছু সঠিকভাবে পূরণ করে লগ ইন এ ক্লিক করেন, তাহলে আপনার মুক্তপাঠ লগইন করা হয়ে যাবে এবং আপনি আপনার ড্যাশবোর্ড দেখতে পারবেন।
MuktoPaath DashBoard পরিচিতি।
একাউন্টে লগইন হয়ে গেলে প্রোফাইল এবং প্রোফাইলের সামনে ড্যাশবোর্ডে চলে আসবে। সেখানে চলমান কোর্স ,অসমাপ্ত কোর্স , সমাপ্ত কোর্স, অংশগ্রহণকৃত কোর্স নাম কয়েকটি অপশন দেখতে পারবেন।

- চলমান কোর্স এর মধ্যে থাকবে ঐসকল কোর্স, যেকোর্সগুলো আপনি অংশগ্রহণ করেছেন এবং এই কোর্সগুলো এখনো চলছে এবং আপনাকে এই কোর্সগুলো সমাপ্ত করতে হবে।
- অসমাপ্ত কোর্স এর ভিতর ঐ সমস্ত কোর্স গুলো দেখাবে , যেগুলো আপনি অংশগ্রহণ করেছিলেন এবং কোন কারণবশত সেগুলো শেষ করতে পারেননি অর্থাৎ আপনি এই কোর্সগুলো নিয়ে কিছুদূর পর্যন্ত এগিয়ে ছিলেন এবং শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারেননি। অথবা আপনি এই পোষ্টের যখন অনলাইন পরীক্ষা হয় তখন আপনি সেগুলো সঠিক উত্তর দিতে পারেন না বিধায় আপনাকে এই কোর্সটি থেকে ফেল করে দেয়া হয়েছে। অথবা কিছু কিছু কোর্স এর সময় বেঁধে দেওয়া আছে যেগুলো এই সময়ের ভিতর আপনাকে কমপ্লিট করতে হবে , যদি আপনি ওই সময়ের ভিতর কমপ্লিট করতে না পারেন তাহলে এগুলো অসমাপ্ত কোর্স এর ভিতর দেখাবে।
- সমাপ্ত কোর্স এর মধ্যে থাকবে ওই সমস্ত কোর্স, যে কোর্সগুলো সমাপ্ত হয়ে গেছে এবং আমরা সেই কোর্সগুলোর সার্টিফিকেট নিয়েছি।
- অংশগ্রহণকৃত কোর্স এর ভিতরে সকল প্রকার লিস্ট থাকবে, যে সমস্ত কোষগুলো আপনি এখন পর্যন্ত অংশগ্রহণ করেছেন।
MuktoPaath Course অংশগ্রহণ করার প্রক্রিয়া।
আপনার অ্যাকাউন্ট লগইন করার পর আপনার ড্যাশবোর্ড দেখতে পারবেন। সেখান থেকে নিচে সকল কোর্স এর উপর ক্লিক করতে পারেন অথবা আপনি যদি ক্যাটাগরি অনুযায়ী কোন কোর্স চান তার জন্য কোর্স ক্যাটাগরিতে ক্লিক করতে পারেন।সেখানে ক্লিক করার পর আপনি এইরকম ইন্টারফেস দেখতে পারবেন।

আপনি এখানে অনেকগুলো কোর্স দেখতে পারছেন।সাথে সেই কোর্সগুলোতে আপনি দেখতে পারবেন কোর্স গুলো কারা সরবরাহ করছে ,কোর্সের মেয়াদ কত দিন অথবা কত ঘন্টা, এবং সেই কোর্সটিতে কতটি লেসন আছে। আপনার পছন্দ অনুযায়ী আপনার কোর্সটি সিলেক্ট করে সেটার উপর ক্লিক করুন। এখানে আপনি www muktopaath gov bd math olympiad বা গণিত অলিম্পিয়াড এর মত জনপ্রিয় কোর্সও পেয়ে যাবেন এবং করোনাভাইরাস টিকা সম্বন্ধে কোর্সও আপনি পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার পর আপনি এইরকম ইন্টারফেস দেখতে পারবেন।

এই পেজটাতে আপনি কোর্সের বিবরণ, কোর্সের উদ্দেশ্য,কোর্সের নির্দেশনা এবং কোর্সের পাঠ্যক্রম সম্বন্ধে ধারণা পাবেন।যেটা আপনাকে সম্পূর্ণ পড়া উচিত। আপনি সম্পূর্ণ পেজটি পড়ার পর কোর্সটি শুরু করুন নামক অপশনে ক্লিক করে কোর্সটি শুরু করতে পারেন।
এই কোর্সটি সম্পন্ন করতে আপনাকে স্টেপ বাই স্টেপ হয়তোবা ভিডিও দেখতে হবে অথবা কোন পিডিএফ নোট পড়তে হবে। এবং প্রতিটি লিসন শেষ করার পরে সেই লিসন সম্বন্ধে কয়েকটি কুইজ প্রশ্ন থাকবে, আপনাকে সেগুলোর সঠিক উত্তর দিতে হবে। এখানে বেশিরভাগ পাস মার্ক 40 পার্সেন্ট হয়ে থাকে অর্থাৎআপনাকে এই কোর্সটি পাস করতে হলে 40 পার্সেন্ট মার্ক নিতে হবে অথবা আপনি ফেল হয়ে যাবেন। আর আপনি যদি ফেল হয়ে যান তাহলে আপনার কোর্সগুলো অসমাপ্ত কোর্স এর ভিতর লিস্ট হয়ে যাবে আর যদি আপনি 40 পার্সেন্ট মার্ক নিতে পারেন তাহলে সেই কোর্সটি পাস করে যাবেন এবং আপনার সার্টিফিকেট তৈরি হয়ে যাবে। যেটা আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন।
Muktopaath Certificate Download করার প্রক্রিয়া।
সার্টিফিকেট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে লগইন করে আপনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যেতে হবে। এবং সেখানে গিয়ে আপনি সার্টিফিকেট নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনি যেকোর্সগুলো সম্পন্ন করেছেন সেই কোষগুলো দেখতে পারবেন। আপনার সেই কোর্সের উপর সার্টিফিকেট আবেদন করুন লিখা থাকবে সেখানে ক্লিক করুন ,ক্লিক করার পর পরবর্তী পেজে আপনি সার্টিফিকেট তৈরি করুন নামের আরেকটি অপশন পাবেন সেখানে ক্লিক করার পর আপনার সার্টিফিকেটটি দেখতে পারবেন। তারপর সার্টিফিকেট ডাউনলোড করুন নামে আর একটা অপশন পাবেন সেখানে ক্লিক করার সাথে সাথে আপনি আপনার কোর্সের সার্টিফিকেট টি ডাউনলোড হয়ে যাবে ।
MuktoPaath সংক্রান্ত সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন
Muktopaath Certificate প্রোগ্রামে কেন অংশগ্রহন করবো ?
মুক্তপাঠ বাংলাদেশ সরকার দ্বারা ই লার্নিং প্ল্যাটফর্ম। এখানে যদি আপনি সার্টিফিকেট প্রোগ্রামে অংশগ্রহণ করেন তাহলে প্রথমত এটা যে আপনাকে একটি সার্টিফিকেট দেয়া হবে যেটা বাংলাদেশ সরকার দ্বারা হস্তাক্ষর সমৃদ্ধ হবে সুতরাং এই সার্টিফিকেটের মূল্য থাকবে। আর এটি একটি পুরোপুরি অনলাইন লার্নিং সিস্টেম সুতরাং আপনাকে কোথাও যেতে হবে না। এই সার্টিফিকেট প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আপনি ঘরে বসেই আপনি আপনার সার্টিফিকেট নিয়ে নিতে পারবেন। আর এখানে এমন অনেক পোষ্ট আছে যে পোস্টগুলো পড়ে আপনি নিজে নিজেই স্বাবলম্বী হওয়ার চিন্তা ভাবনা করতে পারেন।
MuktoPaath এ কি কি ধরনের কোর্স রয়েছে ?
মুক্তপাঠে অনেক ধরনের ক্যাটাগরির প্রায় 200 এর উপরে কোর্স সেগুলোর ক্যাটাগরি অনেকটা এরকম-
তথ্যপ্রযুক্তি
শিক্ষা
দক্ষতা উন্নয়ন
স্বাস্থ্য
ফ্রিল্যান্সিং
আত্মকর্মসংস্থান
ব্যক্তিগত উন্নয়ন
প্রশিক্ষণ
সাংবাদিকতা
বৈদেশিক কর্মসংস্থান
MuktoPaath Apps আছে কিনা ?
মুক্তপাঠের অ্যাপস রয়েছে, যেটা আপনি গুগল প্লে স্টোর থেকে MuktoPaath লিখে সার্চ করে অথবা এই লিংকে ক্লিক করে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এবং সেখানের প্রক্রিয়াগুলো অর্থাৎ রেজিস্ট্রেশন,লগ-ইন ,সার্টিফিকেট প্রোগ্রামে অংশগ্রহণ করা এবং সার্টিফিকেট ডাউনলোড করার প্রক্রিয়া একই রকম যেমনটা আমি আপনাদের উপরে বলেছি।
তো বন্ধুরা আজকের পোস্ট এই পর্যন্তই এই ধরনের সুন্দর সুন্দর ইনফরমেটিভ আর্টিকেল পেতে আমাদের সাইটে ভিসিট করুন। এই পোষ্ট সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করতে পারেন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।