CodaShop BD কি এবং 2022 এ BD CodaShop দিয়ে ff অর্থাৎ free fire bd তে কিভাবে Diamond Top Up করবেন Bkash,Rocket এবং Nagad দিয়ে তা জানবো আজকের পোস্টে। আরো জানবো CodaShop BD দিয়ে ট্রানজেকশন করা নিরাপদ কিনা, কোন কোন মাধ্যম দ্বারা BD CodaShop এ ট্রানজেকশন করা যায় , codasop এ একাউন্ট বানানোর প্রয়োজন পড়ে কিনা ? ইত্যাদি।
CodaShop BD কি ?
codashop bd (যাকে অনেক লোক ভুল করে codasop bd আবার chodashop bd বলে থাকে) হলো একটি অনলাইন স্টোর যেখান থেকে আপনি Bkash,Rocket এবং Nagad দিয়ে free fire diamond top up করতে পারবেন। তাছাড়া এটা দিয়ে শুধুমাত্র ফ্রী ফায়ার না এটা দিয়ে আরও বিভিন্ন প্রকারের গেম এর ক্রেডিট বা কয়েন যেটাই বলুননা কেন সেটা আপনি খুব সহজেই টপ আপ করতে পারবেন।
কিন্তু আজকে শুধু আমরা codashop free fire bd top up করা দেখবো। কিন্তু তার আগে আমরা জেনে নেব বাংলাদেশের পরিপ্রেক্ষিতে CodaShop BD এর ভূমিকা কতটুকু।
CodaShop BD এর ভূমিকা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কতটুকু ?
আমাদের বাংলাদেশে সার্ভারে Free Fire এর নতুন নতুন ইভেন্ট আসতেছে। আর এই ইভেন্ট গুলো কমপ্লিট করার জন্য বা এই Rewards গুলো নেওয়ার জন্য কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত Free Fire diamond top up করতে হয়। কিন্তু সমস্যা হল free fire diamond top up করার সময় কিন্তু free fire diamond seller যারা আছে তাদের কাছে আমাদের নাম্বার পাসওয়ার্ড দেওয়া অর্থাৎ আমাদের আইডি দেওয়া লাগে। যেটা মোটেই সুরক্ষিত নয়, কারণ এটা ওয়েব ৩.০ নয়। সেজন্য দেখা যায় এটা করতে গিয়ে আমাদের অনেক সময় আইডি হ্যাক হয়ে যায় এবং অনেক সময় আইডি সাসপেন্ডও হয়ে যায়। আবার অনেক সেলর আছে যারা টাকা তো নিয়ে নেয় কিন্তু কাজ করে দেয় না বরং তারা আমাদের টাকাগুলো নিয়ে পালিয়ে যায়।
কিন্তু CodaShop BD এর আগমনে তাদের এই দিন শেষ হয়ে গেছে। হ্যাকারদের প্রতারণা দিন শেষ করে আমাদের বাংলাদেশে কিন্তু চালু হয়ে গেছে CodaShop . তবে CodaShop কিছুদিন আগে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ব্যান করা হয়েছিল এবং আমরা কিন্তু এখান থেকে diamond top up করতে পারতাম না। কিন্তু অলরেডি কিন্তু আমাদের বাংলাদেশে আবার নতুন একটা CodaShop চলে এসেছে বা বলতে পারো পুরানো CodaShop আমাদেরকে আপডেটের মাধ্যমে দেয়া হয়েছে।
CodaShop BD দিয়ে কিভাবে bkash এর মাধ্যমে Free Fire Diamond Top Up করবেন।
free fire diamond top up bd bkash codashop করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মোবাইল , ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে যেকোন ব্রাউজারে যাবেন, হতে পারে সেটা ক্রোম অথবা ফায়ারফক্স। তারপর ব্রাউজার এর সার্চ অপশনে CodaShop BD লিখে সার্চ করবেন। তারপর প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পারবেন সেই ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা আপনি ডাইরেক্টলি এই লিঙ্কে ক্লিক করেও ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন।

ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এখানে কিন্তু আপনারা অনেকগুলো গেম দেখতে পারছেন। এখানে কিন্তু প্রত্যেকটা গেমে কিন্তু অনলাইন ভিত্তিক। আর এখানে কিন্তু ডায়মন্ড থেকে শুরু করে সবকিছু তোমরা টপ আপ করে নিতে পারবেন, শুধুমাত্র আপনার গেমের প্লেয়ার আইডি এর মাধ্যমে। তো যাই হোক সর্বপ্রথম আপনাকে ওয়েবসাইটে প্রবেশ করার পর সবথেকে উপরে ডান দিকে একটি সার্চ বাটন পাবেন ,সেখানে আপনি Free Fire লিখবেন তারপর আপনি Free Fire এর রেজাল্ট দেখতে পারবেন এবং আপনাকে সেটার উপর ক্লিক করতে হবে তারপর আপনি কাঙ্খিত গেম এর জন্য ডায়মন্ড কেনার পেজে প্রবেশ করবেন।
সেখানে আপনাকে তিন থেকে চারটি ধাপ অনুসরণ করতে হবে CodaShop BD দিয়ে bkash এর মাধ্যমে Free Fire Diamond Top Up করতে ।

- সর্বপ্রথম আপনার ফ্রী ফায়ার এর প্লেয়ার আইডি যেটা আপনি আপনার ফ্রী ফায়ার অফিস থেকে সংগ্রহ করে কপি করে রাখতে পারেন সেটা আপনিই প্রথম বক্সে পেস্ট করবেন।
- দ্বিতীয়তঃ আপনাকে আপনার ডায়মন্ড এর অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে এখানে আপনি সর্বনিম্ন 25 ডায়মন্ড সিলেক্ট করতে পারেন আর সর্বোচ্চ 5600.
- এবং তৃতীয়তঃ পেমেন্ট অপশন যেখান থেকে আপনি Bikash, Rocket অথবা Nagad সিলেক্ট করতে পারেন।অর্থাৎ আপনি যে মাধ্যম দিয়ে পেমেন্ট করবেন।
- চতুর্থ নাম্বার আপনার ইমেইল আইডি যেটা অপশনাল আপনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তবে যদি আমার কথা যদি মানেন তাহলে আপনাকে এখানে আপনার ইমেইল আইডিটি দেওয়া উচিত কারণ এই ট্রানজাকশন এর সমস্ত বিবরণ এই ইমেইল এর মাধ্যমে আপনাকে পাঠানো হবে।
আপনি যদি উপরের সমস্ত বিবরণ গুলো সঠিক ভাবে দিয়ে যেভাবে বলা হয়েছে সেভাবে ট্রানজেকশন করতে পারেন, তাহলে আপনি তিন থেকে চার মিনিটের মধ্যে আপনি আপনার ফ্রী ফায়ার এর একাউন্টে ডায়মন্ড টপ আপ দেখতে পারবেন।
CodaShop BD সংক্রান্ত সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন
CodaShop BD দিয়ে ট্রানজেকশন করা নিরাপদ ?
CodaShop BD শুধু বাংলাদেশের নয় পুরো পৃথিবীতে গেমিং এর ক্রেডিট কেনার জন্য এই ওয়েবসাইটটির সহোযগিতা নিয়ে থাকে ,আর পৃথিবীর সকল দেশ যখন এই ওয়েবসাইটটিকে বিশ্বাস করছে সুতরাং এটি একটি বিশ্বাসযোগ্য ওয়েবসাইট এবং আপনি এর মাধ্যমে ট্রানজেকশন করতে পারেন।
CodaShop BD অন্যান্য গেমের রেয়ার্ডস কেনা যায় কিনা ?
অবশ্যই, CodaShop BD দ্বারা অন্যান্য গেমের রেয়ার্ডস কেনা যায় এবং অন্যান্য অন্যান্য গেমের রেয়ার্ডস কেনার প্রক্রিয়া গুলো একই রকমের, যেমনটা আমি আপনাদের উপরে বলেছি।
CodaShop BD তে কোন কোন মাধ্যম দ্বারা ট্রানজেকশন করা যায় ?
CodaShop BD ট্রানজেকশন এর জন্য বাংলাদেশ থেকে আপনি Bikash, Rocket এবং Nagad দ্বারা পেমেন্ট করতে পারেন কিন্তু অনেক সময় রকেট এবং নগদ অ্যাভেলেবল থাকে না।
CodaShop BD তে কি একাউন্ট বানানোর প্রয়োজন পড়ে ?
না, CodaShop BD প্লাটফ্রমে তাদের সার্ভিস নেয়ার জন্য কোন প্রকারের একাউন্ট বানানোর প্রয়োজন নেই।
তো বন্ধুরা আজকের পোস্ট এই পর্যন্তই এই ধরনের সুন্দর সুন্দর ইনফরমেটিভ আর্টিকেল পেতে আমাদের সাইটে ভিসিট করুন। আশা করি আজকের পোষ্ট পড়ে আপনি CodaShop BD কি ? CodaShop BD দিয়ে কিভাবে bkash এর মাধ্যমে Free Fire Diamond Top Up করবেন। এই সম্পর্কে ভালো একটি আইডিয়া পেয়েছেন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।