জানবো, কিভাবে নতুন জন্ম নিবন্ধন আবেদন করবেন।jonmo nibondhon online ,জন্ম নিবন্ধন আবেদন করতে কি কি লাগে ?জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ কিভাবে করবেন।তাছাড়া জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন সংশোধন সম্পর্কিত তথ্যও জানতে পারবেন।
নতুন জন্ম নিবন্ধন আবেদন কি ?
জন্ম নিবন্ধন সনদ হলো জন্ম নিবন্ধন স্থানীয় সরকার দ্বারা নির্গত এমন একটি ডকুমেন্ট যেটার মাধ্যমে সরকার এটা প্রমাণ করতে পারে যে আপনার নাম কি , আপনি কোথায় জন্ম নিয়েছিলেন, কত তারিখে জন্ম নিয়েছিলেন, আপনার লিঙ্গ, বাবা মায়ের নাম এবং আপনার জাতীয়তা।এটি জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ (২০০৪ সনের ২৯ নং আইন) এর আওতায় চুড়ান্ত হয়।
সংক্ষেপে বলতে গেলে, একটি শিশু জন্মের পর সরকারি রেজিস্ট্রিতে তার জন্ম বিবৃতি যুক্ত করাকেই বলা হচ্ছে জন্ম নিবন্ধন। আর এই জন্ম সম্পর্কিত বিবৃতি যে সনদে থাকে, তাকে জন্ম নিবন্ধন সনদ পত্র বলা হয়।
নতুন জন্ম নিবন্ধন আবেদন করতে কি কি লাগে ?
জন্ম নিবন্ধন সনদপত্র বানানোর জন্য, নিম্নলিখিত ডকুমেন্টের প্রয়োজনীয়তা হয় —
- চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পূরণকৃ্ত আবেদনপত্রে বার্থ এটেন্ডের এর প্রত্যায়ন বা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি
- পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র বা পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)
- চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা চিকিৎসা প্রতিষ্ঠান প্রদত্ত জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত কপি বা পূরণকৃ্ত আবেদনপত্রে বার্থ এটেন্ডের এর প্রত্যায়ন বা ইপিআই কার্ডের সত্যায়িত অনুলিপি
- পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর দ্বারা স্বনামে স্থায়ী ঠিকানা হিসেবে ঘোষিত আবাস স্থলের বিপরীতে হালনাগাদ কর পরিশোধের প্রমানপত্র বা পিতা / মাতা/ পিতামহ / পিতামহীর জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট ঘোষিত স্থায়ী ঠিকানা বা জমি অথবা বাড়ি ক্রয়ের দলিল , খাজনা ও কর পরিশোধ রশিদ। (নদীভাঙ্গন অন্য কোন কারনে স্থায়ী ঠিকানা বিলুপ্ত হলে)
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন কেনো করবেন ?
জন্ম নিবন্ধন সনদপত্র একটি শিশুর জন্মের পর তার প্রথম কোন ডকুমেন্ট হয়ে থাকে।তার ফলে এই ডকুমেন্টের সহযোগিতায় তার বাকি জীবনের অন্যান্য ডকুমেন্ট তৈরি করতে সহযোগিতা করে যার ফলে জন্ম নিবন্ধন সনদপত্র একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে প্রমাণিত হয়। আর সে জন্যই আমাদের online jonmo nibondhon করে রাখা উচিত।ডকুমেন্টটি বর্তমান সময়ে বিভিন্ন কাজে প্রয়োজন হচ্ছে।
জন্ম নিবন্ধন অনলাইন আবেদন করার নিয়ম।
জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ করার জন্য আপনাকে বাংলাদেশ সরকার দ্বারা ওয়েবসাইট জন্ম নিবন্ধন নতুন লিংক এর সাইটে যেতে হবে। যার সাহায্যে আপনি সহজেই নাম ,ঠিকানা এবং জন্ম সাল দিয়ে আপনার jonmo nibondhon online করতে পারবেন।
নিচের ধাপে ধাপে জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম দেওয়া হলো।
- সর্বপ্রথম আপনাকে নতুন জন্ম নিবন্ধন আবেদন করার জন্য এখানে ক্লিক করে BRIS বা BDRIS এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবং সেখানে আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেই jormonibondon করতে পারবেন।

- সেখানে আপনি জন্ম নিবন্ধন নামে একটি অপশন দেখতে পারবেন ,সেখানে ক্লিক করার পর আপনি জন্মনিবন্ধনের সকল প্রকার সার্ভিস দেখতে পারবেন। এখন এখান থেকে আপনাকে জন্ম নিবন্ধন আবেদন এর উপর ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। আপনাকে এই জন্ম নিবন্ধন ফরম পূরণ করতে হবে।

- ফরমটি পূরণ করার পর আপনাকে পরবর্তী লেখাতে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করার পর আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন।

- এখানে আপনার মাতা পিতার ডিটেলস দিতে হবে। তারপর পরবর্তীতে ক্লিক করতে হবে।
- পরবর্তী ধাপে আপনাকে আপনার মাতা পিতার ডিটেলস দিতে হবে। তারপর পরবর্তীতে ক্লিক করতে হবে
- সেখানে ক্লিক করার পর পরবর্তী ধাপে আপনাকে আপনার স্থায়ী ঠিকানা দিতে হবে। সেখানে যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এক হয় তাহলে সেখানে একটা চেকমার্ক পাবেন সেটাতে ক্লিক করুন তাহলে আপনার প্রথমেই যে এড্রেসটি দিয়েছিলেন সেই এড্রেসটি এখানে কপি হয়ে যাবে। আর যদি আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা আলাদা হয় তাহলে আপনি নতুন করে আপনার বর্তমান ঠিকানাটা দিতে পারেন। তারপর পরবর্তী ধাপে ক্লিক করুন।
- সেখানে আপনি যদি 18 বছরের নিচে হন, তাহলে আপনাকে আপনার হয়ে আবেদন কে করছে তার সাথে আপনার যে সম্পর্ক সেটি সিলেক্ট করুন ,আর যদি আপনি 18 সালের উপরে হন তাহলে আপনি নিজেই আপনার আবেদনটি করেছেন সেটা সিলেক্ট করুন তারপর পরবর্তীতে ক্লিক করুন।
- এবং আপনি সেখানে আপনার এখন পর্যন্ত যতগুলো ফরম পূরণকরেছেন সেগুলো দেখতে পাবেন। অর্থাৎ আপনি আপনার প্রিভিউ দেখতে পাবেন। আপনি সেখান থেকে সবগুলো একবার চেক করে নিন ,যদি সবকিছু ঠিক থাকে তাহলে সাবমিট বাটনে ক্লিক করুন। আর যদি কোথাও ভুল থাকে তাহলে এডিট অপশনে ক্লিক করে নতুন করে এডিট করে নিন। তারপর সাবমিট করে দিন এবং সাবমিট করার পর আপনি আপনার একটি আবেদন নাম্বার পাবেন , সেটি সংগ্রহ করে রাখুন। পরবর্তীতে এই নম্বর দিয়ে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস জানতে পারবেন।
নতুন জন্ম নিবন্ধন আবেদন সংক্রান্ত সচরাচর জিজ্ঞাস্য প্রশ্ন
জন্ম নিবন্ধন ফরম কোথায় পাওয়া যায় ?
আপনি যদি কোন হাসপাতালে অথবা ক্লিনিকে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদপত্র সেখান থেকেই পেয়ে যাবেন। আর যদি আপনার জন্ম হাসপাতাল অথবা ক্লিনিকের না হয়ে থাকে, তাহলে আপনি আপনার গ্রামের মেম্বার অথবা চেয়ারম্যানের থেকে একটি ফর্ম নিতে পারেন যেখানে আপনার ছোট একটা বৃত্তান্ত দেয়া থাকবে ।সেটার সহযোগিতায় আপনি ইউনিয়ন পরিষদ থেকে জন্ম নিবন্ধন সনদ বানাতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই কিভাবে করতে হয় ?
জন্ম নিবন্ধন যাচাই করতে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে , এবং সেখানে গিয়ে আপনার জন্ম নিবন্ধন নাম্বার অর্থাৎ 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং আপনার জন্ম সাল মাস এবং তারিখ সিলেক্ট করে আপনি আপনার কাংখিত জন্ম তথ্য যাচাই করতে পারবেন। যদি আপনার জন্ম নিবন্ধন তথ্যটি অ্যাভেলেবল থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদ দেখতে পারবেন।
জন্ম নিবন্ধন সংশোধন কিভাবে করবো ?
জন্ম নিবন্ধন সংশোধন কিভাবে করবেন তার জন্য একটি আলাদা পোস্ট করা হয়েছে এখানে ক্লিক করে আপনি সেই পোষ্টটি দেখতে পারেন।
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড কিভাবে করবো ?
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে হলে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এবং সেখানে গিয়ে জন্ম নিবন্ধন পূনঃ মুদ্রণ নামক একটি অপশন পাবেন, সেটার উপর ক্লিক করে আপনার 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং আপনার জন্ম সাল মাস তারিখ দিয়ে সাবমিট করার পর আপনি আপনার অনলাইন জন্ম নিবন্ধন সনদপত্র কি দেখতে পারবেন । সেখান থেকে আপনি জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করে পিডিএফ ফরমেটে সেভ করতে পারবেন।এই সম্পর্কিত বিস্তারিত জানতে এখানে ক্লিক করে আমাদের জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড কিভাবে করবেন পোষ্টটি পড়ে নিতে পারেন।
জন্ম নিবন্ধন দেখব online কিভাবে ?
জন্ম নিবন্ধন অনলাইনে দেখতে হলে আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে , এবং সেখানে গিয়ে আপনার জন্ম নিবন্ধন নাম্বার অর্থাৎ 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং আপনার জন্ম সাল মাস এবং তারিখ সিলেক্ট করে আপনি আপনার কাংখিত জন্ম তথ্য দেখতে পারবেন। যদি আপনার জন্ম নিবন্ধন তথ্যটি অ্যাভেলেবল থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদ দেখতে পারবেন।
জন্ম নিবন্ধন যাচাই কপি কিভাবে দেখবো ?
জন্ম নিবন্ধন যাচাই কপি দেখতে আপনাকে BDRIS এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে , এবং সেখানে গিয়ে আপনার জন্ম নিবন্ধন নাম্বার অর্থাৎ 17 ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং আপনার জন্ম সাল মাস এবং তারিখ সিলেক্ট করে আপনি আপনার কাংখিত জন্ম তথ্য যাচাই করতে পারবেন। যদি আপনার জন্ম নিবন্ধন তথ্যটি অ্যাভেলেবল থাকে তাহলে আপনার জন্ম নিবন্ধন সনদ দেখতে পারবেন।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই যাবে কিনা ?
জন্ম তারিখ দিয়ে অবশ্যই জন্ম নিবন্ধন সনদপত্র টি দেখা যাবে। কিন্তু এর জন্য আপনাকে আরো একটি ফ্রম পূরণ করতে হবে এবং সেটা হল জন্ম নিবন্ধন সনদ নাম্বার এবং এটা আপনাকে অবশ্যই জানা থাকা লাগবে। অথবা আপনি শুধু জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন সনদপত্র দেখতে বা আর সেখান থেকে আপনি জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতেও পারবেন না।
জন্ম নিবন্ধন লগইন কিভাবে করবো ?
জন্ম নিবন্ধন লগইন করার কোন প্রয়োজন নেই। শুধুমাত্র আপনি যে কাজের জন্য এসেছেন সেই কাজের জন্য কাংখিত লিংকে ক্লিক করে আপনাকে আপনার নিবন্ধন নাম্বার এবং জন্ম সাল মাস তারিখ দিয়ে আপনি আপনার কাংখিত কাজটা সেরে নিতে পারেন। যেমন আপনি যদি জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে চান তাহলে আপনি কাঙ্খিত লিংকে গিয়ে আপনার বিবরণ দিয়ে জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে পারেন। এখানে লগইন বলতে আপনার নিবন্ধন নাম্বার এবং জন্মতারিখ কেই বোঝানো হয়েছে।
আজকের পোস্ট এই পর্যন্তই। আশা করি এই পোস্ট পড়ে আপনি কিভাবে নতুন জন্ম নিবন্ধন আবেদন করবেন,jonmo nibondhon online , জন্ম নিবন্ধন আবেদন করতে কি কি লাগে , জন্ম নিবন্ধন আবেদন ফরম পূরণ কিভাবে করবেন, জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন সংশোধন সম্পর্কিত তথ্যও জানতে পেরেছেন ।পরবর্তী পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে আসার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।